ঢাকাবুধবার , ২৯ নভেম্বর ২০১৭
   
আজকের সর্বশেষ সবখবর

কাটাখালি পৌর জামায়াতের আমীর গ্রেফতার

অনলাইন ভার্সন
নভেম্বর ২৯, ২০১৭ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
পবা উপজেলার কাটাখালি পৌরসভা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল হাইকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে তাকে কাটাখালি বাজার থেকে মতিহার থানা পুলিশ আটক করেছে বলে পারিবারিক সূত্র জানায়। তবে পুলিশ আটকের বিষয়টি স্বীকার করেনি। তিনি নগরীর মতিহার থানার শ্যামপুর এলাকার হারুন অর রশীদের ছেলে ও ইসলামীয়া কলেজের শিক্ষক। তার নামে নাশকতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ ওসি মেহেদী হাসান রন্টুর কাছে জানতে চাইলে তিনি গ্রেফতারের বিষয়টি অস্বীকার করে বলেন, তারা কোন জামায়াত নেতাকে আটক করেনি। আটকের বিষয়ে তিনি জানেন না বলেও আরো জানায়।
এ বিষয়ে নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম বলেন, বিষয়টি অমার জানা নেই। খোঁজ নিয়ে জানাচ্ছি।

 

খবর২৪ঘণ্টা/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।