জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে আব্দুর রাজ্জাক ব্যাপারী (৫০) নামে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আব্দুর রাজ্জাক ব্যপারি উপজেলার চরনাটিপাড়া গ্রামের জাবেদ আলীর ছেলে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার যমুনার চরাঞ্চলে নাটুয়াপাড়া ইউনিয়নের রেহাই সুরিবের এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কাজিপুর উপজেলার নাটুয়াপাড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক বিমল কুমার চাকি জানান, আব্দুর রাজ্জাক ব্যাপারী রেহাই সুরীবের গ্রামের আবুল কাশেমের সাথে গরুর ব্যবসা করতন। সোমবার রাতে ব্যবসায়িক পার্টনার আবুল কাশেম আব্দুর রাজ্জাককে তার বাড়িতে ডেকে নিয়ে আসে। সকালে আবুল কাশেমের বাড়ির পাশে একটি গাছের সাথে আব্দুর রাজ্জক ব্যাপারীর ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, ব্যবসায়ীক দ্বন্দ্বের কারণে তাকে হত্যার পর লাশ গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে বলে নিহতের স্বজনরা অভিযোগ করেছেন।
নিহতের লাশ ফাঁড়িতে রাখা হয়েছে। দুপুরে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ