গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহী গোদাগাড়ীর কাঁকন হাট পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে । মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত গোদাগাড়ী নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রবিবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মাদ মশিউর রহমানের কাছে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রবীণ নেতা এ কে এম আতাউর রহমান খান। এ সময় তার সঙ্গে ছিলেন গোদাগাড়ী পৌর মেয়র মনিরুল ইসলাম বাবু,গোদাগাড়ী পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রবিউল আলম,দেওপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতারুজ্জামান প্রমুখ।
দুপুর ১২ টার দিকে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ও কাঁকন হাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সদস্য-সচিব বাবু বিশ্বনাথ সরকার, জেলা আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন, মাহমুদা হাবিবা, তোফায়েল হোসেন রাজু, মোঃসদরুদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আব্দুল মালেক, সদস্য-সচিব মাহাতাব উদ্দিন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, কাকনহাট পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর রহমান মন্টু, সাবেক সভাপতি জিয়াউল ইসলাম সরকার,গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া রুলু, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রদল অরণ্য কুসুম প্রমুখ।
জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন মোল্লা মোহাম্মদ রোমন হোসেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন কাঁকন হাট পৌরসভার বর্তমান মেয়র আব্দুল মজিদ, ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ-হিল- কাফি, রঞ্জু রহমান।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গোদাগাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান বলেন,মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ময়র পদে ৬ জনসহ মোট ৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সবাই শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
প্রসঙ্গত, প্রথম ধাপে আগামী ১৬ জানুয়ারী ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে কাঁকনহাট পৌরসভার ভোটগ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে আগামী ২২ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর।
কাঁকনহাট পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ১৩ হাজার ৩৩৮ জন ভোটার রয়েছেন।
এস/আর