বগুড়ায় এক কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নিজামুল হক মিঠু (৫২) নামে এক মেস মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ভুক্তভোগী ছাত্রী থানায় মামলা করলে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত মিঠু শহরের ফুলবাড়ি এলাকার মৃত নাজমুল হকের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, শহরের ফুলবাড়ী কলেজ বটতলা এলাকায় মিঠুর একটি মেস রয়েছে। সেখানে ওই ছাত্রীকে সিঙ্গেল রুম ভাড়া কথা কথা হয়। কিন্তু তাকে সিঙ্গেল রুম না দিয়ে অন্য মেসে চলে যাওয়ার কথা বলেন মিঠু। তাই রুমের জন্য দেয়া অগ্রিম টাকা ফেরত চান ওই ছাত্রী। শুক্রবার দুপুরে টাকা দেয়ার কথা বলে পাশের একটি বিল্ডিংয়ে ওই ছাত্রীকে নিয়ে যায় মিঠু। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এসময় ওই ছাত্রীর চিৎকারে মিঠু তাকে ছেড়ে দিতে বাধ্য হন। পরবর্তীতে ওই ছাত্রী ৯৯৯ কল দিলে পুলিশ তাকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করেন।
ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ( এসআই) নজরুল ইসলাম জানান, আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিএ/