1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
কলকাতা মেডিকেল কলেজে আগুন - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৪ জানয়ারী ২০২৫, ০৪:০০ অপরাহ্ন

কলকাতা মেডিকেল কলেজে আগুন

  • প্রকাশের সময় : বুধবার, ৩ অক্টোবর, ২০১৮

খবর২৪ঘণ্টা,আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় উপমহাদেশের অন্যতম পুরনো চিকিৎসা মহাবিদ্যালয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছে।

দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বুধবার সকাল পৌনে ৮টার দিকে মেডিকেল কলেজের একটি ভবনে একটি ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

পুরো হাসপাতাল চত্বর ধোঁয়ায় ভরে গেলে আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়। এই পরিস্থিতিতে প্রায় আড়াইশ রোগীকে সরিয়ে নেয় কর্তৃপক্ষ।

তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে হাসপাতাল সুপার ইন্দ্রনীল বিশ্বাস স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন।

আনন্দবাজারের খবরে বলা হয়, হাসপাতালের নিরাপত্তা কর্মীরা প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইঞ্জিন ঘটনা্স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কিন্তু ততক্ষণে পুরো হাসপাতাল এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা গ্যাস মাস্ক পরে ওষুধের দোকানের শাটার ভেঙে ভেতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ও ঘটনাস্থলে যান।

এদিকে ওই ভবনের ধোঁয়া বিভিন্ন ওয়ার্ডে ঢোকা শুরু করলে হাসপাতালের কর্মী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা রোগীদের নিচে নামিয়ে আনেন। তাড়াহুড়োর মধ্যে চাদরে করে অনেক রোগীকে সরিয়ে নিতে দেখা যায় সামাজিক যোগাযোগের মাধ্যমে আসা ভিডিওতে।

সরিয়ে নেওয়া রোগীদের অনেককেই হাসপাতাল চত্বরে খোলা আকাশের নিচে মাটিতে চাদর পেতে শুইয়ে রাখতে দেখা যায়।

যে ভবনে ওই অগ্নিকাণ্ড ঘটে, সেখানেই রয়েছে হাসপাতালের কার্ডিওলজি, আইসিইউ এবং মেডিসিন বিভাগ। পাশেই অক্সিজেন স্টোর। সেখানে আগুন লাগলে বিস্ফোরণ ঘটতে পারে এবং আগুনের ভয়াবহতা বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।

তবে ওই ওষুধের দোকানে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছিল, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।

১৯৩৫ সালে প্রতিষ্ঠিত কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল ভারতের সবচেয়ে পুরনো চিকিৎসা শিক্ষা কেন্দ্রগুলোর মধ্যে দ্বিতীয়। এই কমপ্লেক্সের ভবনগুলোর মধ্যে এমসিএইচ বিল্ডিং নামে পরিচিত ভবনটির ভিত্তি স্থাপন হয়েছিল ১৮৫২ সালে। পরে কয়েক দফা ওই ভবনের সংস্কার ও সম্প্রসারণ হয়।

জেএন        

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST