আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে পর্যাপ্ত পদক্ষেপ না নেয়ায় এবং এটি নিয়ে মিথ্যাচারের অভিযোগে চীনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্য।
এ সম্পর্কে অঙ্গরাজ্যটির অ্যাটোর্নি জেনারেল এরিক শ্মিট বলেছেন, চীনা সরকার বিশ্বের কাছে মিথ্যা বলেছে। এই ভাইরাসের বিপদ ও সংক্রমণ সম্পর্কে সঠিক তথ্য দেয়নি তারা। যারা সতর্ক করার ছিল তাদের মুখও বন্ধ করে দিয়েছে। এই মহামারি থামাতে তারা কোনো সাহায্য করেনি।
মিসৌর অঙ্গরাজ্যের করা মামলায় মানুষের জীবন, দুর্ভোগ ও অর্থনৈতিক ক্ষতিপূরণ চাওয়া হবে। সেইসঙ্গে মিসৌরি কর্তৃপক্ষ বলছে, এটা ঐতিহাসিক একটি আইনী পদক্ষেপ।
তবে চীন অবশ্য তাদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।
এদিকে এই মামলা খুব বেশি প্রভাব ফেলবে কিনা তা স্পষ্ট নয়। কারণ মার্কিন আইনে কিছু ব্যতিক্রম ছাড়া সাধারণত অন্য দেশের বিরুদ্ধে মামলার বিষয়টি নিষিদ্ধ করে। এমনটাই জানিয়েছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যাস্টিংস কলেজ অফ ল এর আন্তর্জাতিক আইন বিভাগের অধ্যাপক চিমেন কেটনার।
যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের দেয়া হিসাব অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার পর্যন্ত মিসৌরি অঙ্গরাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ২১৫ জন। গত একদিনে নতুন শনাক্ত ১৫৬ নিয়ে সেখানে আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৫ হাজার ৯৬৩।
এছাড়া সমগ্র যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২৪ হাজার ৪৩৮। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪৫ হাজার ৩৯ জনের। মঙ্গলবার দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ১৭৯। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২ হাজার ৭৩১ জন।
খবর২৪ঘন্টা/বিআ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।