খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ছয়দিনে আরও ৫৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ১০ জন। বাকি ৪৫ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
ঢামেক হাসপাতাল মর্গ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, গত ২২ থেকে ২৭ জুলাই রাত ১২টা পর্যন্ত ঢামেক করোনা ইউনিটে ৫৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন করোনা পজিটিভ ছিলেন।
করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের হুরমা বেগম (৫৫) নারায়ণগঞ্জের মো. জাহিদুর রহমান (৪০) ঢাকার রাজলক্ষ্মী (৭৭), মুন্সিগঞ্জের রতন চন্দ্র দাস (৩৬), নোয়াখালীর জাবের আহম্মেদ (৫৫), ময়মনসিংহের খাদেমুল কাওছার (৪৫), ব্রাহ্মণবাড়িয়ার নিজামুর রহমান মোল্লা (৭৩), চাঁদপুরের কচুয়ার নাসিমা বেগম (৫০), নরসিংদীর মনোহরদীর সামচুন নাহার (৫৮) ও কুমিল্লার কাজী সাঈদ আহম্মেদ (৪২)।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৯৬৫ জন। ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৭৭২ জনের মধ্যে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ২৬ হাজার ২২৫।
গতকাল সোমবার (২৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক দৈনন্দিন বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
খবর২৪ঘন্টা/নই