খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুর্তজা বশীর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মুর্তজা বশীরের মেয়ে মুনীরা বশীর।
এর আগে করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খ্যাতিমান এই চিত্রশিল্পী। শুক্রবার সন্ধ্যায় তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
খবর২৪ঘন্টা/নই