1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
করোনায় ক্রিকেটীয় শিক্ষা কাজে লাগাচ্ছেন সৌরভ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১ জানয়ারী ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন

করোনায় ক্রিকেটীয় শিক্ষা কাজে লাগাচ্ছেন সৌরভ

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ স্পোর্টস ডেস্ক: খেলোয়াড়ি জীবনে ক্রিকেট মাঠে কত কঠিন পরিস্থিতিতেই না পড়তে হয়েছে। তার মধ্যে সবচেয়ে কঠিন হলো, ভয়ংকর উইকেটে টেস্ট ম্যাচ খেলা। করোনাভাইরাসকে এমন পরিস্থিতির সঙ্গেই তুলনা করলেন ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলি।

সম্প্রতি এক অনুষ্ঠানে সৌরভ বলেন, ‘এই মুহূর্তের পরিস্থিতি বিপজ্জনক পিচে টেস্ট ম্যাচ হওয়ার মতো। বল সিম করছে, ঘুরছেও। ব্যাটসম্যান সামান্য ভুল করলেই মুশকিল। ব্যাটসম্যানকে আবার উইকেট বাঁচিয়ে রাখার পাশাপাশি রানও করতে হবে। মাথায় রাখতে হবে ভুল যেন খুব সামান্যই হয়। আর সেই ভাবেই জিততে হবে টেস্ট।’

করোনা এই দুঃসময়ে একসঙ্গে সবাইকে লড়াই করতে হবে। তাতে এক সময় এই ভাইরাসের বিপক্ষে জেতা যাবে মনে করেন সৌরভ। তার ভাষায়, ‘এটা খুব কঠিন সময়। তবে আমরা আশা করছি যে একসঙ্গে লড়াই করে এই ম্যাচটা জিততে পারব।’

এই ভাইরাসে যেভাবে মানুষ মারা যাচ্ছে, তাতে আতঙ্কও ঘিরে ধরেছে সৌরভকে। তিনি বলেন, ‘এত মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়। কত মৃত্যু ঘটছে। এই পরিস্থিতিতে ভয়ও পাচ্ছি। আমার বাড়িতেও অনেকে আসেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সবজি বিক্রি করতে। আমি খুবই ভীত হয়ে পড়েছি। যত দ্রুত সম্ভব এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইছি।’

আর করোনা থেকে বাঁচতে খেলোয়াড়ি জীবনের শিক্ষা কাজে লাগাচ্ছেন বলেই জানান ভারতের সাবেক অধিনায়ক। সৌরভ বলেন, ‘ক্রিকেট আমাকে অনেক কিছু শিখিয়েছে। খুব চাপের পরিস্থিতির মোকাবিলা করেছি জীবনে। যেখানে হয়তো একটাই বল বাকি আর রান করতেই হবে। একটা ভুল, একটা বেঠিক ফুটওয়ার্ক মানেই আর সুযোগ নেই। এই ধরনের পরিস্থিতি সব সময় সতর্ক রাখে আর বাস্তব পরিস্থিতি সম্পর্কে সচেতন করে তোলে।’

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST