খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে মহামারী রূপ নেওয়া নভেল করোনাভাইরাস বাংলাদেশে সামাজিক পর্যায়ে সংক্রমিত হচ্ছে বলে স্বীকার করলেও তা মৃদু মাত্রায় রয়েছে বলে মনে করছে সরকারের স্বাস্থ্য বিভাগ।
কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে মঙ্গলবার জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইপিইএইচ) ভাইরোলজিস্ট খন্দকার মাহবুবা জামিল এতথ্য জানান।
ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের তিনি বলেন, কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, তবে মৃদু লেভেলে। যে পরিমাণ স্যাম্পল আসছে তার তুলনায় করোনাভাইরাস পজিটিভ পাওয়া যাচ্ছে খুবই কম।
“কমিউনিটি ট্রান্সমিশন যদি বেশি হত তাহলে সবগুলোতে আমরা পজিটিভ পেতে পারতাম। মোট কথা, আমরা অনেক বেশি পজিটিভ পেতে পারতাম- সেই সেন্স থেকে আমরা বলতে পারি, কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, তবে সেটা মৃদু লেভেলে হচ্ছে।”
স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখার পরিচালক হাবিবুর রহমান জানান, বুধবার পর্যন্ত সারা দেশে ১৭৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৫৪ জনের মধ্যে কোভিড-১৯ এর সংক্রমণ ধরা পড়েছে।
অর্থাৎ সংগৃহিত মোট নমুনার তুলনায় নভেল করোনাভাইরাসে নিশ্চিত আক্রান্তের হার ৩ শতাংশের সামান্য বেশি।
খবর২৪ঘন্টা/নই