1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
করিনা-সানি হটনেস এ ট্রিগার্ড সাইবারদুনিয়া - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন

করিনা-সানি হটনেস এ ট্রিগার্ড সাইবারদুনিয়া

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ সেপটেম্বর, ২০১৮

বিনোদন,ডেস্ক: করিনা কাপুর খান এবং সানি লিওনি৷ প্রথমবার একসঙ্গে আসতে চলেছেন তাঁরা৷ দুই ডিভার একই সঙ্গে আসা মানে একই স্ক্রিন স্পেস শেয়ার করা, আর তার মানেই হটনেস, গ্ল্যামার চুঁইয়ে পড়বে চারিদিক থেকে৷

এমনটাই ভাবছিলেন তো? সানি এবং করিনা ভক্তরাও তাই ভেবেছিলেন, যে একই ছবিতে কাজ করতে চলেছেন তাঁরা৷ তবে তা তেমন আর হচ্ছে না৷ একসঙ্গে আসবেন ঠিকই, পারদের তাপমাত্রাও চরবে তবে সকলের চোখের আড়ালে৷

খুব শীঘ্রই আসতে চলেছে করিনা কাপুর খানের নিজস্ব চ্যাট শো৷ এটি একটি রেডিও চ্যাট শো৷ যেখানে প্রথমবার হোস্ট করতে দেখা যাবে করিনাকে৷ এবং তাঁর শোয়ের প্রথম অথিতি হিসেবে আসতে চলেছে সানি লিওনি৷ সেই এপিসোডের শ্যুটিং প্রথম ছবি ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ তাই নিয়ে শোরগোল পড়েছে অনুরাগীদের মধ্যে৷

নতুন ভেনচারটি নিয়ে বেশ এক্সাইটেড করিনা৷ তিনি শোয়ের ব্যাপারে কনফার্ম করে তিনি জানিয়েছেন, “আমার কাছে এর থেকে ভালো প্ল্যাটফর্ম আর হয় না৷ এটা আমার ফার্স্ট রেডিও শো৷ প্রমমবার হোস্ট করব৷ ভীষণই ভালো লাগছে৷ সবাই কতদিনে আমার শো টা শুনতে পাবে সেটারই অপেক্ষায় রয়েছি৷”

জানা গিয়েছে, ডিসেম্বরে শুরু হতে পারে শো টি৷ শোয়ের নাম কী সে বিষয় কোনও মন্তব্য করেননি তিন৷ তাঁর ঘনিষ্ঠ বন্ধু করণ জোহারের চ্যাট শো ‘কফি উইথ করণ’ বেশ জনপ্রিয়৷ অন্যদিকে নেহা ধুপিয়াও তাঁর চ্যাট শো নিয়ে নেটদুনিয়ায় উত্তেজনা ফেলেছেন৷ করিনার শো কতটা হিট করে সেটাই দেখার৷

খবর২৪ঘণ্টা.কম/জেএন        

 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST