বিনোদন,ডেস্ক: পোস্টার থেকে শুরু করে ট্রেলার, গান, সবেতেই সাড়া ফেলে দিয়েছে কঙ্গনা রনাওয়াতের ‘মণিকর্নিকা’। ঘোড়ায় বসা কঙ্গনার পেছনে একটি বাচ্চা মেয়ে৷ যাকে পিঠে বেঁধে লড়াইয়ের ময়দানে নেমেছেন রানি লক্ষ্মীবাই রূপী কঙ্গনা৷
তাঁর চোখে, মুখে রয়েছে যুদ্ধজয় করার খিদে৷ সামনে কোটি কোটি শত্রু ধেয়ে এলেও এক নিমেষে খতম করার রোষ নিয়েও ঘোড়া ছুটিয়ে চলেছে সে৷ তা থেকেই যেন ঝড়ে পড়ছে অসংখ্য গল্প৷
পাশাপাশি ট্রেলার ব্যাকগ্রাউন্ডে অমিতাভের ব্যারিটন ভয়েজ। কঙ্গনার অভিনয়, রূপ আর তেজ। চমকের পর চমক। ‘মণিকর্ণিকা’য় ইতিমধ্যেই মুগ্ধ সিনেপ্রেমীরা। কখনও সন্তান কোলে রাজ্য শাসন।
কখনও ঘোড়ার চড়ে যুদ্ধ যাত্রা। তো কখনও তলোয়াড় হাতে শত্রুদের রক্তস্নানে মত্ত কঙ্গনা। যা দেখে সবাই বাহবা দিচ্ছেন কঙ্গনার। তবে ক্ষোভ উগড়ে দিয়েছে রাজপুতের করনি সেনা৷
আগামী শুক্রবার মুক্তি পেতে চলেছে ছবিটি৷ তার আগেই শুরু হয়ে গিয়েছে করনি সেনার দাপট৷ ট্রেলার, টিজার কিংবা পোস্টারে দর্শকের কিছু আপত্তিজনক না লাগলেও করনি সেনা চায় না তাদের রানী লক্ষ্মীবাইকে নিয়ে বলিউড কাটাছেড়া করুক৷
এর আগেও কঙ্গনার এই ছবির শ্যুটিং চলাকালীন নানা সমস্যার সৃষ্টি করেছিল তারা৷ তাদের মতে ছবিতে রানী লক্ষ্মীবাইয়ের ভুল চরিত্রায়ন করা হয়েছে৷ অন্যদিকে পরিচালক রাধা কৃষ্ণ জগরলামুড়ির এই ছবিকে চারজন ইতিহাসবিদ, এবং সেনসর বোর্ড সার্টিফায়েড করে দিয়েছে৷
কঙ্গনা সম্প্রতি জানিয়েছেন রাজপুতের করনি সেনা তাঁকে এখনও হেনস্তা করে চলেছে৷ নায়িকার, “এর পর যদি ওরা আমায় হেনস্তা করা বন্ধ না করে, তাহলে ওদের জেনে রাখা ভালো আমিও একজন রাজপুত৷ এক একজনকে ধ্বংস করে দেব৷”
খবর২৪ঘণ্টা, জেএন