1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
করণ কুন্দ্রার নয়া ধারাবাহিকে এন্ট্রি এই বঙ্গকন্যার - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন

করণ কুন্দ্রার নয়া ধারাবাহিকে এন্ট্রি এই বঙ্গকন্যার

  • প্রকাশের সময় : রবিবার, ১০ জুন, ২০১৮

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ককরণ কুন্দ্রা অভিনীত নয়া ধারাবাহিক ‘দিল হি তো হ্যায়’-এর প্রোমো ইতিমধ্যেই হয়তো দেখে ফেলেছেন সকলে৷ ধারাবাহিকে নিজের কামব্যাক নিয়ে বেশ এক্সাইটেড বলিপাড়ার এই হ্যান্ডসাম হাঙ্ক৷ সিরিয়ালটিতে অভিনেতার বিপরীতে রয়েছেন টেলিসুন্দরী যোগীতা বিহানী৷ আর কিছুদিন বাদেই প্রথম এপিসোড এয়ার হতে চলেছে একটি বেসরকারী টিভি চ্যানেলের মাধ্যমে৷ তবে ধারাবাহিকটিতে এই দুই অভিনেতা ছাড়াও রয়েছে আরও এক জনপ্রিয় মুখ৷

তিনি হলেন টেলিদুনিয়ার হট সেনশেসন পূজা বন্দ্যোপাধ্যায়৷ যদিও অভিনেত্রীকে টেলিতারকা বললে খুব ভুল হবে, কারণ তিনি টেলিভিশনের শো-এর পাশাপাশি করছেন একাধিক বাংলা সিনেমা৷ টলিউডের প্রথম সারীর অভিনেত্রী হলেন পূজা৷ দেব, সোহম, হিরণ, মিমোর মতো একাধিক অভিনেতার সঙ্গে অভিনয় করেছেন সুন্দরী৷ পাশাপাশি গ্রেট গ্র্যান্ড মস্তি দিয়ে বলিপাড়ায় ডেবিউ করেছেন এই অভিনেত্রী৷ বলি-টলি ঘুরে অবশেষে ফের টেলিভিশনে মেন স্ট্রিম ধারাবাহিকে কামব্যাক করতে চলেছেন এই লাস্যময়ী৷

একটি সাক্ষাৎকারে পূজা জানান, “আমি ভীষনভাবে এক্সাইটেড ধারাবাহিকটি নিয়ে এবং আমার চরিত্র নিয়ে৷ গল্পটি আমি শুনেছি, এরকম চিত্রনাট্য নিয়ে ছোটপর্দায় এর আগে কোন ধারাবাহিক হয়েছে বলে আমার মনে হয় না৷ আমার চরিত্রটা অত্যন্ত স্টাইলিস এবং গ্ল্যামারাস৷ এর আগে আমি অনেক শক্তিশালী চরিত্রে অভিনয় করেছি, কিন্তু কখনও আমি এইরকম চরিত্রে অভিনয় করিনি৷ এখানে আমি এমন একজনকে ভালোবাসী যে আমার মন ভেঙেছে, কিন্তু তবুও তাঁর প্রতি আমার ভালোবাসা কমে না৷”

পাশাপাশি অভিনেতা আরও জানান যে, “বিভিন্ন রকমের চরিত্রে অভিনয় করতে আমার ভীষন ভালো লাগে৷ আমি সম্প্রতি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ইন্দোনেশিয়া গিয়েছিলাম৷ সেখানেই আমি বালাজির থেকে ফোন কল পাই৷ একতা কাপুর আমার পরিবারের একজন হয়ে গেছে৷ উনি কোন রিকোয়েস্ট করলে আমি ফেলতে পারি না৷ যখন একতা আমায় এই চরিত্রটি করার জন্যৃ অফার করল তখন আমি দ্বিতীয়বার ভাবিনি, মুহূর্তের মধ্যে আমি হ্যাঁ বলে দিয়েছি৷ পাশাপাশি কো-অ্যাক্টাররাও আমার পরিচিত এবং পছন্দের৷ খুব শিগগিরি আমি শ্যুটিং ফ্লোরে যাচ্ছি শট দেওয়ার জন্য৷”

আপাতত ধারাবাহিকটি এয়ার হতে আরও কিছু সময় লাগতে চলেছে৷ প্রথমে ফাইনাল হয়েছিল ১১ তারিখ রাত ১০ টা থেকে প্রথম এপিসোড টেলিকাস্ট হবে৷ তবে কিছু সমস্যার জন্য এয়ার টাইম আরও এক সপ্তাহ পিছোতে হয়৷ অবশেষে ১৮ জুন ‘দিল হি তো হ্যায়’ সিরিয়ালটি এয়ার হবে বলে প্রাথমিকভাবে ফাইনাল হয়েছে।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST