1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
কবি ইসমাইল হোসেন মন্ডল মারা গেছেন - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৩ জানয়ারী ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন

কবি ইসমাইল হোসেন মন্ডল মারা গেছেন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ সেপটেম্বর, ২০২২

নওগাঁর মহাদেবপুর উপজেলার কৃতি সন্তান কবি ইসমাইল হোসেন মন্ডল মারা গেছেন। গত সোমবার রাতে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে হৃদ রোগে ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

কবি ইসমাইল হোসেন মন্ডল ১৯৫৫ সালের ১লা জানুয়ারী মহাদেবপুর উপজলার চাঁদাশ ইউনিয়নের লক্ষীপুর গ্রামে জন্মগ্রহন করেন।

তিনি ওই গ্রামের মৃত ইয়াকুব আলী ও জামিরুন বেগমের পুত্র। কবি ইসমাইল হোসেন কর্মজীবনে যমুনা সার কারখানায় চাকুরী করতেন। ২০১৫ সালে তিনি অবসর গ্রহণ করেন। ছাত্র জীবন থেকেই তিনি লেখালেখি ও রাজনীতির সাথে জড়িত ছিলেন।

মত্যুর আগ পর্যন্ত তিনি মহাদবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর ১০টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি মত্যুকালে ৩ কন্যা, জামাই, নাতি-নাতনিসহ অসংখ গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার সকাল ১১টায় মহাদবেপুর ঐতিহাসিক ডাকবাংলা মাঠে জানাযা নামাজ শেষে তাঁকে মহাদেবপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

তাঁর মৃত্যুত মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, তাঁর ঘনিষ্টজন হিসেবে পরিচিত কবি দীনবন্ধু চিশতী, কবি মীর আবদুর রাজজাক, জেলা আওয়ামীলীগের সদস্য অজিত কুমার মন্ডল, বরেন্দ্র সাহিত্য পরিষদের সভাপতি আজাদুল ইসলাম আজাদ ও বাংলাদশ মফস্বল সাংবাদিক ফোরাম মহাদেবপুর উপজেলা কমিটির সভাপতি বরুন মজুমদার গভীর শোক প্রকাশ করেছেন সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST