1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
কবি আল মাহমুদ বাংলাদেশের প্রতিকৃতি: রাজশাহীতে সাহিত্য আসরে বক্তারা - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১ জানয়ারী ২০২৫, ০১:৪ পূর্বাহ্ন

কবি আল মাহমুদ বাংলাদেশের প্রতিকৃতি: রাজশাহীতে সাহিত্য আসরে বক্তারা

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্ুয়ারী, ২০২০

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী পরিচয় সংস্কৃতি সংসদ এর আয়োজনে রাজশাহীস্থ পরিচয় মিলনায়তনে পরিচয়ের ১৮৪তম সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। কবি এরফান আলী এনাফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে কবি আল মাহমুদের সাহিত্যকর্মের উপর আলোচনা করেন, কবি মুকুল কেশরী, কবি সাবের রাহী, কবি ফারহানা শরমীন জেনী, ছড়াকার অভি মণ্ডল প্রমুখ। পঠিত লেখা নিয়ে আলোচনা করেন পরিচয় সংস্কৃতি সংসদ এর সভাপতি কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ। বক্তাগণ বলেন, কবি আল মাহমুদ বাংলাদেশের প্রতিকৃতি। তিনি তাঁর লেখায় বাংলাদেশের মাটি ও মানুষের শেকড়কে তুলে এনেছেন। তেরশো বছরের বাংলা সাহিত্যের ইতিহাসে দশটি শ্রেষ্ঠ গ্রন্থের নাম উচ্চারণ করলে আল মাহমুদের সোনালী কাবিনের কথা বলতেই হবে। তাঁর আধ্যাতিœক চেতনা, প্রেম-দ্রোহ এবং স্বপ্নজয়ের প্রেরণা পাঠককে নতুন কল্পনায় ভাসিয়ে নিয়ে যায়। শব্দচয়ন, বাক্যগঠন, উপমা-উৎপ্রেক্ষা এবং চিত্রকল্প

বিনির্মাণে আল মাহমুদ স্বকীয় ধারা তৈরিতে সফল হয়েছেন। শুধু বাংলা ভাষায় নয়, সমকালীন বিশ্বসাহিত্যের অন্যান্য ভাষার কবিদের মধ্যেও আল মাহমুদ শ্রেষ্ঠকবি। শুকনো খড়কুটো দিয়ে আগুনকে আড়াল করার মতো ব্যর্থ চেষ্টা করে যাচ্ছেন কতিপয় ব্যক্তি। আল মাহমুদ স্বমহিমায় ভাস্বর হয়ে থাকবেন মানুষের হৃদয়ে। অনুষ্ঠানে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়।
কবি জসিম উদ্দিন বিজয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও স্বরচিত কবিতা পাঠ করেন রম্য লেখক শেখ তৈমুর আলম, কবি নাহিদা আকতার নদী, কবি পরিনা, মোস্তফা ফেরদৌস হাজরা, ইমরান আজিম, আশিকুল্লাহ মুহিব, কবি আল মারুফ,, সালেকুর রহমান সম্রাট, শাহাদাত হোসেন শাকিল, সুমাইয়া নিশি প্রমুখ। অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরুণ কবি-সাহিত্যিকগণ নিবেদিত কবিতা পাঠের পাশাপাশি কবি আল মাহমুদের কবিতা থেকেও আবৃত্তি করেন।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST