খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: কপিল শর্মাকে টেলিভিশনের কন্ট্রোভার্সি কিং বললে খুব একটা ভুল হবে না৷ কখনও সুনীল গ্রোভারের সঙ্গে ট্যুইটারে বচসা তো কখনও বলিউড তারকাদের দীর্ঘক্ষণ সেটে অপেক্ষা করানো৷ তাঁকে নিয়ে ঝামেলার শেষ নেই৷ কিছুদিন আগে পর্যন্ত সুনীল বনাম কপিল ছিল টিনসেল টাউনের মুখরোচক খবর। যা শেষ হতে না হতেই খবরের পাতায় উঠে এল কাপিলের আরেক কাণ্ড৷ শোনা যাচ্ছে, এবারও নাকি নিজের নতুন শোয়ের জন্য তিন ঘন্টা অপেক্ষা করিয়েছেন রানিকে৷
‘হিচকি’র প্রোমোশনের জন্য কপিলের শোয়ে আসার কথা ছিল রানির৷ প্ল্যান মাফিক,অভিনেত্রীও এসে হাজির হন৷ শো’য়ের গোটা টিম রেডি ছিল শ্যুটের জন্য৷ কিন্তু গোল বাধল কপিলের একটা ফোনে৷ তিনি ফোন করে জানান, “আমি আজ শ্যুট করতে আসতে পারব না।” অগত্যা ক্যানসেল হয়ে যায় শ্যুট৷ তবে এমন ঘটনা প্রথম বার ঘটাননি এই কমেডিয়ান৷ দিন কতক আগেও শোনা যায় কপিল, টাইগার শ্রফ ও দিশা পাটানির শ্যুটও ক্যানসেল করেন৷ তবে কপিল ট্যুইট অস্বীকার করে জানান এমন কোন ঘটনা ঘটেইনি৷
কমেডি শোয়ের ঘনিষ্ঠ এক সূত্রের জানান, “কপিলকে নিয়ে সকলের অনেক প্রত্যাশা৷ এটা তাঁর দ্বিতীয় সুযোগ৷ আমরা এখনও আশা করে আছি সে খুব শীঘ্রই নিজের কেরিয়ার নিয়ে সতর্ক হবেন৷ অনেকেই ওঁর ওপর ভীষণভাবে অসন্তুষ্ট৷
খবর২৪ঘণ্টা.কম/রখ