খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: আবারও খবরের উঠে এল রাখি সবন্তের নাম। বিতর্কে থাকা তাঁর স্বভাব। বিতর্কের মাধ্যমে কী ভাবে খবরে থাকতে, সেই ব্যাপারে বিপুল জ্ঞান রাখির। এবারে নিজের কন্ডোমের ব্র্যান্ড লঞ্চ করলেন তিনি। ব্র্যান্ডটির নাম ‘বি-বয়’ কন্ডোম।
এখানেই শেষ নয়। কন্ডোমের ব্র্যান্ড লঞ্চ করার সঙ্গে সঙ্গে এক বিস্ফোরক মন্তব্য করেছেন রাখি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, রাখি চান নবদম্পতি বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাই প্রথম তাঁর লঞ্চ করা কন্ডোম ব্যবহার করুন।
রাখির কথায়, ‘‘বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা সব থেকে সুন্দর যুগল। ওঁরা সদ্য বৈবাহিক জীবনে পা রেখেছেন। আমি চাই, ওঁরাই প্রথম এই কন্ডোম ব্যবহার করুন এবং তার ফিডব্যাক জানান। আমি মনে করি, আমার ব্র্যান্ডের কন্ডোম বিশেষ মানের। এই প্রথম এতগুলো ফ্লেভার নিয়ে কোনও কন্ডোম ব্র্যান্ড বাজারে এল।’’
নিজের কন্ডোম-কে কেন্দ্র করে বাবা রামদেবকেও ছাড়েননি রাখি। তিনি রামদেবের দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। রাখির চ্যালেঞ্জ, রামদেবও বাজারে পতঞ্জলি কন্ডোম নিয়ে আসুন। তা হলে তিনি একজন যোগ্য প্রতিযোগী পাবেন।
খবর ২৪ ঘণ্টা.কম/ জন