খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ সাবরাংয়ে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালকসহ তিনজন নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত দেড়টার দিকে সাবরাং নুর আহমদ চেয়ারম্যান টেক নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টেকনাফ পৌরসভার মধ্যম জালিয়া পাড়ার নুরুল আলমের ছেলে মাহবুবুর রহমান মাবু, মৌলভীপাড়ার ড্রাইভার হেলাল ও আছারবনিয়া এলাকার ইসমাইল৷
জানা যায়, টেকনাফ সাবরাংগামী গাড়িটি চেয়ারম্যানের টেকে এলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এই দুর্ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ