খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীর পীর হুজুর নামে পরিচিত হাফেজ আবদুল হাইয়ের নামাজে জানাজায় অংশ নিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন।
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং লালব্রিজ এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের মো. নুরুন্নবীর ছেলে মো. বেলাল উদ্দিন (২৫) ও লোহাগড়ার উত্তর পদুয়ার মৃত ওবাইদুল হাকিমের ছেলে মো. শফিকুর রহমান (৩৫)।
চিরিংগা হাইওয়ে পুলিশের এসআই নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বিকেলে তারা খুটাখালীর পীর আবদুল হাই হুজুরের নামাজে জানাজায় অংশ নিয়ে মোটরসাইকেলে সাতকানিয়াস্থ বাড়ি ফিরছিলেন। তাদের মোটরসাইকেলটি হারবাংয়ের লালব্রিজ এলাকায় পৌঁছলে কক্সবাজারমুখি মিনিট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তারা মারা যান এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
খবর২৪ঘণ্টা.কম/রখ