খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির উত্তর রাজঘাট এলাকায় ইটভর্তি পিকআপের চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম তানিম (৭)। সে উত্তর রাজঘাট এলাকার কামাল হোসেনের মেয়ে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বিষয়টি নিশ্চিত করে মাতারবাড়ি ইউপি চেয়ারম্যান মাস্টার আহমদ উল্লাহ জানান, শিশু তানিম বাড়ির সামনের রাস্তায় হাঁটছিল। এ সময় বেপরোয়া গতির পিকআপটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যায়।
বিক্ষুব্ধ জনতা পিকআপটি আটক করে পুকুরে নামিয়ে দেয়। এ সময় চালক ও হেলপারকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশ দিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে চালক ও হেলপারের নাম জানাতে পারেননি তিনি।
খবর২৪ঘণ্টা.কম/রখ