খবর২৪ঘণ্টা ডেস্ক:
সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর এলাকায় দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণে রায়হান আহমদ নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত এসআই রায়হান আহমদ দক্ষিণ সুরমার কদমতলী ফাঁড়িতে কর্মরত।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, রাতে থানা থেকে মোটরসাইকেলযোগে কদমতলী ফাঁড়িতে ফিরছিলেন এসআই রায়হান। হুয়ায়ুন রশীদ চত্বর এলাকায় পৌঁছলে একদল যুবক মিছিল সহকারে এসে তাকে লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণে রায়হান আহত হন। তাকে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে, কারা বা কারা হামলা চালিয়ে তা জানাতে পারেননি ওসি খায়রুল ফজল।
খবর২৪ঘণ্টা.কম/জেএন