ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
আজ (১৪ জুলাই) রাতেই এক অভিনন্দন বার্তায় এই অভিনন্দন জানান তিনি।
অভিনন্দন বার্তায় রাসিক মেয়র বলেন, গায়ানায় দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই এ সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই দাপুটে জয়ে সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহসংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এভাবেই আগামী ম্যাচেও বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা করি।
বিএ/