ঢাকামঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০১৭
   
আজকের সর্বশেষ সবখবর

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো নিউজিল্যান্ড

অনলাইন ভার্সন
ডিসেম্বর ১২, ২০১৭ ১০:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

রয়েল খান স্পোর্টস ডেস্ক: প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের পর দ্বিতীয় টেস্টেও জয় তুলে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। সিরিজের শেষ টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ২৪০ রানের বড় ব্যবধানে হারিয়ে ক্যারিবীয়দের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলো নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের দেওয়া ৪৪৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে আগের দিনই দুই উইকেট হারানো সফারকারিরা কিউই বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি। গতকাল ১৩ রানে অপরাজিত ব্যাটসম্যান কার্লোস ব্রাফেট ব্যক্তিগত ২০ রানে সাজঘরে ফেরেন। ওয়াগনারের বলে কলিন ডি গ্রান্ডহোমের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে ২৩ রান করেন হোপ।

ক্যারিবিয়দের হয়ে যা একটু লড়াই করেছেন রস্টন চেজকে। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৬৪ রানের ইনিংসটি তার ব্যাট থেকে আসে। ৯৮ বলে ৮ চারে এ ইনিংস সাজান তিনি। শেষদিকে রেইমন রেইফার ২৯ ও কেমার রোচের ৩২ রানের ভর করে ২০৩ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

এর আগে নিউজিল্যান্ডের ৩৭৩ রানের পর নিজেদের প্রথম ইনিংসে ২২১ রান করতে পেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে টেইলরের সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৯১ রানে ইনিংস ঘোষণ দিলে জয়ের জন্য ৪৪৪ রানের বড় লক্ষ্য পায় ক্যারিবীয়ারা।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।