নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাসের কারণে অনেকটাই স্থবির হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।তার উপর আবার যোগ হয়েছে ঘূর্ণিঝড় আম্ফান।
এ যেন মরার উপরে খাড়ার ঘা। এ অবস্থায় এবারের ঈদের আনন্দ অনেকটায় ম্লান হওয়ার পথে। তাই এই সংকট কালীন সময়ে কিছু মানুষের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ উপহার দিয়েছেন তারা।
শনিবার রাজশাহীর পুঠিয়া, বাঘা ও নাটরের বড়াইগ্রমে অর্ধশতাধিক পঙ্গু ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে শিক্ষার্থীদের গড়া স্বেচ্ছাসেবী সংগঠন ওরাও হাসবে ফাউন্ডেশন ।
পূর্ব পরিকল্পিত তালিকা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী উপহার হিসেবে পৌছে দিয়েছেন সংঠনটির বানেশ্বর বাঘা ও নাটোর শাখার সদস্যরা।
প্রতি বছর সুবিধা বঞ্চিত শিশুদের ঈদের আনন্দকে আরও আনন্দময় করতে তাদের হাতে রঙিন জামার ঘ্রাণ পৌছে দিলেও এবার পরিবেশ পরিস্তিতির কারণে পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা না থাকায় সবার হাতে পৌছানো সম্ভব হয়ে ওঠেনি।
এ বিষয়ে ওরাও হাসবে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, আব্দুল কাদের নাহিদ জানান, করোনা ভাইরাসের কারণে অনেকটাই স্থবির হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। এ অবস্থায় এবারের ঈদের আনন্দ অনেকটায় ম্লান হওয়ার পথে। তাই এই সংকট কালীন সময়ে কিছু মানুষের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ উপহার অল্পকিছু ঈদ উপহার বিতরন করতে পেরেছি। ঈদ পরবর্তী কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
খবর২৪ঘন্টা/বিআর/নই