1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
এ কার সঙ্গে অন্তরঙ্গ মিমি! - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

এ কার সঙ্গে অন্তরঙ্গ মিমি!

  • প্রকাশের সময় : রবিবার, ১১ মারচ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: কয়েকদিন আগেই রাজ-শুভশ্রীর এনগেজমেন্টের খবর ঝড় তুলেছিল৷ আরও একবার তেমনই ঝড় উঠবে তাঁরা ছাদনা তলায় বসলে৷ তবে তার মাঝে টলিউডের অন্যান্য তারকারাও কিন্তু খবরে৷ এই যেমন মিমির কথাই ধরুন৷ ট্যুইটারে এমন এক ছবি পোস্ট করেছেন যে, অন্যান্য সব খবরই সেখানে ম্লান হয়ে যাচ্ছে৷ কেন একথা বলছি বুঝতে পারছেন না তো? তাহলে একবার চোখ রাখুন নিচের ট্যুইটে৷

এ কি মিমি? নাকি অন্য কেউ? মিমি যদি হন তাহলে কে তাঁর সঙ্গে এমন অন্তরঙ্গ অবস্থায়? নাকি কোনও ছবির প্রচারের জন্যই এমন ট্যুইট? একসঙ্গে বহু কিছু মাথায় ঘুরপাক খাচ্ছে তো? বেশ কিছুক্ষণ এমনই ঘুরপাকের পর উত্তর অবশেষে পাওয়া গেল যখন অভিনেতা যশও একই ছবি ট্যুইট করলেন৷

এদিকে সূত্র থএকে পাওয়া গেল বাকি তথ্য৷ আসলে, পথিকৃৎ বসুর নতুন ছবি তু হি মেরা হিরো-তে একসঙ্গে দেখা দিতে চলেছেন দুই তারকা৷ আর তার আগেই বলা যেতে পারে হালকা উসকে দেওয়া হল চাপা আগুনকে৷ এ তো গেল মিডিয়ার ব্যাখ্যা৷ তবে সমালোচক মহল কিন্তু অন্য কথাই বলছে৷ রাজ-শুভশ্রীর পর তাহলে কি এবার এই জুটিও কোনও খবর দিতে চলেছে? এ প্রশ্নটা আপাতত প্রশ্নের পর্যায়েই না হয় থাকুক, কি বলেন!

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST