খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে, পরীক্ষা কেন বাতিল হবে না এবং পুনরায় কেন নেয়া হবে না তা জানতে হাইকোর্ট রুল জারি করেছে।
এর আগে বুধবার এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিষয়ে তদন্ত কমিটি গঠন ও পরীক্ষা বাতিলের বিষয়ে হাইকোর্টের নির্দেশনা জানতে চেয়ে রিট করেন আইনুন নাহারসহ সুপ্রিম কোর্টের তিন আইনজীবী। শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এ রিটে বিবাদী করা হয়।
বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের আহমেদ চৌধুরির নেতৃত্বে হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়।
১ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়। অভিযোগ রয়েছে, চলতি বছর যতগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সবক’টির প্রশ্নই ফাঁস হয়েছে। এসব অভিযোগে ছাত্র-শিক্ষক-অভিভাবকসহ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ