এবারের এসএসসি পরীক্ষার ১২৭৫ নম্বর পেয়ে চমক সৃষ্টি করেছে উম্মে ছফা। সে পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।রাজশাহী বোর্ডে তার অবস্থান তৃতীয়।
পড়াশোনায় মনোযোগী উম্মে ছফা পিইসি পরীক্ষায় পুঠিয়া উপজেলায় প্রথম হয়েছিল। পন্ঞ্চম শ্রেণি ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল সে।
তার বাবা মাহবুব হাসান রাজশাহী সুগার মিলে চাকরি করেন এবং মা জান্নাত আরা ফেরদৌস ধোপাপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা। তাদের বাড়ি পুঠিয়ার শাহবাজপুর গ্রামে। মেয়ের এমন ফলাফলে তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তাদের মেয়ে ভবিষ্যতে ডাক্তার হতে চায় বলে তারা জানান।
উম্মে ছফা বলেন, বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি বাবা-মায়ের সহযোগিতা ও অনুপ্রেরণায় এমন ফলাফল অর্জন করেছি।
পুঠিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম জানান, প্রচণ্ড মেধাবী উম্মে ছফা আমাদের গর্ব। সে বরাবরই ক্লাসে প্রথম হতো। তার ফলাফলে আমাদের পরিশ্রম সফল হয়েছে।
এদিকে একই বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার জাবিন সারোয়ার হিয়া ১২৪৫ নম্বর ও সানজিদা ইসলাম ১২৪৩ নম্বর পেয়ে কৃতিত্ব দেখিয়েছে। মোট ৫৫ জন ছাত্রী জিপিএ ৫ পেয়ে পুঠিয়া বালিকা বিদ্যালয় উপজেলায় প্রথম হয়েছে।
বিএ…