পর্দা নামতে যাচ্ছে এশিয়া কাপের ১৫তম আসরের। আজ (১১ সেপ্টেম্বর) রাত ৮টায় শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মধ্যকার ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের এশিয়া কাপ।
টুর্নামেন্টের শুরুতে পাকিস্তানকে ফেভারিট হিসেবে বিবেচনা করলেও সেরা তিনের মধ্যেও শ্রীলঙ্কাকে দেখেনি কেউ। বরং ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে লড়াই দেখবে বলে আশা করে নিয়েছিল ভক্তরা।
তবে নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলা দাসুন শানাকার দল এখন পর্যন্ত একমাত্র দল, যারা কিনা এবারের এশিয়া কাপের সব দলের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করা লঙ্কানরা এরপর থেকে খেলা চার ম্যাচের প্রত্যেকটিতেই জয়ের দেখা পেয়েছে।
এর মধ্যে বাংলাদেশ, আফগানিস্তান এবং ভারতের বিপক্ষে টানা তিন ম্যাচে শেষ ওভারে গিয়ে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়ে এক ম্যাচ আগেই ফাইনাল নিশ্চিত করে শানাকার দল। সুপার ফোরে নিজেদের শেষম্যাচে প্রি-ফাইনাল ম্যাচেও পাকিস্তানকে জয়ের কোনো সুযোগই দেয়নি দলটি।
টুর্নামেন্টে পাকিস্তানের জয়-পরাজয়ের অভিজ্ঞতা কাছাকাছিই। প্রথম ম্যাচে ভারতের কাছে হারের পর গ্রুপ পর্বে হংকংকে হারিয়ে পরবর্তী ধাপে জায়গা করে নেওয়া। সুপার ফোর পর্বে ভারত ও আফগানিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা। এরপর আবার লঙ্কানদের কাছে অসহায় আত্মসমর্পণ করে পাকিস্তান।
আনপ্রেডিক্টেবল পাকিস্তান ভক্তদের জন্য ফাইনালে কোন পারফরম্যান্স জমিয়ে রেখেছে সেটাই এখন দেখার।
বিএ/