ঢাকাবৃহস্পতিবার , ১৪ ডিসেম্বর ২০১৭
   
আজকের সর্বশেষ সবখবর

এশিয়ার ‘সেক্সিয়েস্ট ম্যান’ শহীদ কাপুর

অনলাইন ভার্সন
ডিসেম্বর ১৪, ২০১৭ ১০:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: এশিয়ার ‘সেক্সিয়েস্ট ম্যান’ বা যৌন আবেদনময় পুরুষ নির্বাচিত হয়েছেন বলিউড অভিনেতা শহীদ কাপুর। ব্রিটেনের সাপ্তাহিক পত্রিকা ইস্টার্ন আইয়ের ভোটভুটিতে দ্বিতীয় হয়েছেন আরেক বলিউড তারকা হৃতিক রোশন। এই নিয়ে তিনি টানা তিনবার দ্বিতীয় স্থান অধিকার করলেন। খবর এনডিটিভির।

এছাড়া গত দুইবারের এশিয়ার ‘সেক্সিয়েস্ট ম্যান’ পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ পপ তারকা জায়াস মালিক তৃতীয় নির্বাচিত হযেছেন। অন্যদিকে, গত বছর তৃতীয় সেরা যৌন আবেদনময় পুরুষের তকমা পাওয়া পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান এবার ৬ নম্বরে নেমে গেছেন।

এদিকে, এশিয়ার ‘সেক্সিয়েস্ট ম্যান’ নির্বাচিত হওয়ার পর ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন শহীদ কাপুর। এক টুইট বার্তায় তিনি বলেছেন, ”যারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন তাদের সকলকে ধন্যবাদ। আমার প্রতি আপনাদের সকলের ভালোবাসা ও সমর্থনের কারণে এই খেতাব জিতেছি। ‘

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।