নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর ৭টি উপজেলার পর এবার রাজশাহী মহানগরীতেও এক নারী করোনা পজিটিভ হয়েছেন। আজ শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করে ওই নারীর করোনা শনাক্ত হয়। ওই নারীর বাড়ি
নগরীর পদ্মা আবাসিক এলাকায়। এনিয়ে রাজশাহী মহানগরীতে প্রথম কেউ করোনা পজিটিভ হলো। রাজশাহী মেডিকেল কলেজ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এই রোগী নিয়ে রাজশাহীতে মোট ২০ জন করোনা পজিটিভ হয়েছে। এরমধ্যে ১ জন মারা গেছে, ৬ জন সুস্থ এবং ১৩ জন চিকিৎসাধীন রয়েছে।
এমকে