খবর২ ৪ঘণ্টা,ডেস্ক: দক্ষিণ এশিয়ান গেমসের এবারের আসরটিকে বাংলাদেশের জন্য সম্ভাবনাময় হিসেবেই মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। পদক জয়ের সংখ্যায় আগের যেকোনো আসরকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় নিয়েই নেপালে পাড়ি জমিয়েছে বাংলাদেশের ক্রীড়াবিদরা।
সেই মোতাবেক এরই মধ্যে দুইটি স্বর্ণপদক জিতে নিয়েছে বাংলাদেশ।
আজ মঙ্গলবার আসরের তৃতীয় দিনে বাংলাদেশের হয়ে দ্বিতীয় স্বর্ণপদক জিতেছেন কুমিল্লার মোহাম্মদ আল আমিন।
কারাতে ডিসিপ্লিনে পুরুষ বিভাগে ঊর্ধ্ব-৬০ কেজি শ্রেণিতে পাকিস্তানের প্রতিযোগীকে হারিয়ে সোনালি সাফল্য পেয়েছেন আল আমিন।
সোমবার প্রথম দিনে তায়কোয়ান্দোর ২৯ কেজি বা তার অধিক ওজন শ্রেণিতে স্বর্ণ জেতেন দিপু চাকমা। কারাতে থেকে দুটি রৌপ্য পদক এসেছে। পুরুষ একক কুমিতে অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য জেতেন মোস্তফা কামাল। একই ইভেন্টে মেয়েদের বিভাগে অনূর্ধ্ব-৪৫ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য জেতেন মাউন জেরা বর্ণা।
এছাড়া তায়কোয়ান্দোতে ছয়টি ও কারাতে থেকে সাতটি ব্রোঞ্জ জেতে বাংলাদেশ।
কারাতে ট্রেনিং সেন্টারে হোমায়রা আক্তার অন্তরার হাত ধরেই প্রথম পদকের দেখা পায় বাংলাদেশ। ব্যক্তিগত কাতায় ব্রোঞ্জ পদক জেতেন বাংলাদেশের অন্তরা।
খবর২৪ঘণ্টা/ জেএন