পোখরার রঙ্গশালা স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ৫০ রানের অলআউট হয়ে যায় নেপাল নারী দল। দলটির বাংলাদেশ দলের বোলারদের মধ্যে চার ওভার বোলিং করে দুই মেডেনসহ আট রানে ৪টি উইকেট নিয়েছেন রাবেয়া খান। দুটি উইকেট নিয়েছে জাহানারা আলম। একটি করে উইকেট সালমা খাতুন, নাহিদা আক্তার ও ফাহমিদা খাতুনের। এর আগে মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা নারী দলকে ৭ উইকেটে হারিয়ে ইভেন্টে শুভ সূচনা করেছিল বাংলাদেশ।