খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: আগের সেই ফর্মটা এখন নেই। সময়টাও ভাল যাচ্ছে না টাইগার এই গতিদানবের। নিদাহাস ট্রফিতে দুই ম্যাচ খেলতেই সুযোগ হারালেন একাদশে। মাঠের খেলাতে পারফরম্যান্সের ঘাটতি হলেও বিজ্ঞাপণে এখনো সাবলীল তাসকিন আহমেদ। শোনা যাচ্ছে, ক্রিকেটার তাসকিন এবার নাম লেখাতে যাচ্ছেন সিনেমায়, তাও নায়ক হিসেবে।
সম্প্রতি রাকিবুল আলম রাকিব পরিচালিত ‘ফেসবুক’ নামের সিনেমায় প্রধান নায়কের ভূমিকায় দেখা যাবে তাসকিনকে। তবে তাসকিনের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি।
এই সিনেমার পারিশ্রমিক হিসাবে প্রতিদিনের শুটিংয়ের জন্য পাঁচ লাখ টাকা করে নিবেন তিনি। এ ছাড়া তার নিরাপত্তার জন্য ছয়জন নিরাপত্তাকর্মী দিতে হবে।
সিনেমাতে তাসকিন ছাড়াও আরো একটি জুটিকে দেখা যাবে। আগামী মাস থেকে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে এই সিনেমার মাধ্যমে বাংলাদেশে প্রথমবার কোনো ক্রিকেটার সিনেমার নায়ক হয়ে পর্দায় আসবেন।
তবে নায়ক হবার এই খবরকে নাকি গুজব বলে উড়িয়ে দিয়েছেন তাসকিন। তবে এই খবর সত্যি না কেবলই গুজব সময়ই তা বলে দেবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ