ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা হয়েছে।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মইন উদ্দীন বাদী হয়ে বুধবার সন্ধ্যায় মামলাটি করেন। সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস বুধবার রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বাদী মইন উদ্দীন বলেন, ‘ভিপি নুরুল হক নিজের ফেসবুক আইডিতে ধর্মীয় উসকানিমূলক বক্তব্যসহ বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হয়—এমন আপত্তিকর, আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন।’
মইন উদ্দীন আরও বলেন, ‘এসব বক্তব্যের ভিডিও নুরুল হক নুর ও তাঁর অনুসারীরা বিভিন্ন ফেসবুক আইডিতে পোস্ট-শেয়ার করেছেন, যাতে অসংখ্য ফেসবুক ব্যবহারকারী তাঁদের মতামত কমেন্টে ব্যক্ত করেছেন। এতে করে সাধারণ সরলমনা মানুষেরা বিভ্রান্তিতে পড়েছেন।’ এর ফলে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি ও আইনশৃঙ্খলা বিনষ্টের আশঙ্কা করেছেন মামলার বাদী ছাত্রলীগ নেতা মইন উদ্দীন।
এর আগে আরও ৪ থানায় ভিপি নুরের বিরুদ্ধে মামলা করা হয়। এর মধ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হেয় করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে নুরুল হক নুরের বিরুদ্ধে রাজশাহীতে মামলা করেন মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানায় এ মামলা করা হয়।
এ ছাড়া, চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানায় গত মঙ্গলবার নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন নগর স্বেচ্ছাসেবক লীগের নেতা আজিজ মিসির।
রাজধানীর পল্টন থানায় গত রোববার নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ইলিয়াস হোসেন নামের এক সংগীতশিল্পী।
একই অভিযোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম সজীব ভিপি নুরের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন।
জেএন