1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
এবারের আইপিএলে কলকাতার অনন্য এক রেকর্ড! - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৪ অপরাহ্ন

এবারের আইপিএলে কলকাতার অনন্য এক রেকর্ড!

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ মে, ২০১৮

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক:চলতি আইপিএলের প্রথম পর্বে তৃতীয় হয়ে শেষ চারের টিকিট পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে তৃতীয় থেকেই টুর্নামেন্ট শেষ করেছে শাহরুখ খানের দল। এরই মাঝে অনন্য এক রেকর্ড গড়েছে তারা।

শুক্রবার সাকিবদের বিপক্ষে ম্যাচে কলকাতার একাদশে ছিলেন মাত্র ৩ জন বিদেশি খেলোয়াড়। তারা হলেন সুনিল নারিন, ক্রিস লিন এবং আন্দ্রে রাসেল। আইপিএলের ১১ বছরের ইতিহাসে এর আগে কোন দলই প্লেঅফ বা নকআউট পর্বে ৪ জনের কম বিদেশি নিয়ে খেলার সাহস দেখায়নি।

তবে প্রথমবারের মতো এই সাহস দেখিয়ে কোন সুবিধা করতে পারেনি কলকাতা। বরং বলা যায় একজন বিদেশি পেসারের বদলে তাদের স্থানীয় পেসার নিয়েই ম্যাচটা হেরেছে কলকাতা। ম্যাচে কলকাতার দুই স্থানীয় পেসার শিভাম মাভি ৪ ওভারে ৩৩ এবং প্রাসিদ কৃষ্ণা ৪ ওভার থেকে খরচ করেন ৫৬ রান! ফলে হায়দরাবাদও পেয়ে যায় ১৭৪ রানের সংগ্রহ। যা তাড়া করতে নেমে ১৪ রানে পরাজিত হয় কলকাতা।

দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আরও দুইটি রেকর্ড গড়েছে কলকাতা। ১৭৫ রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে’র ৬ ওভারেই তারা করেছিল ৬৭ রান। চলতি আইপিএলে হায়দরাবাদের বিপক্ষে আর কোন দলই পাওয়ার প্লে’তে এতো বেশি রান করতে পারেনি।

এছাড়া সাকিব আল হাসানের বলে ৮ রান করে আউট হওয়ার আগে একটি রেকর্ড গড়েছেন কলকাতার অধিনায়ক দিনেশ কার্তিক। চলতি আসরে সবমিলিয়ে ৪৯৮ রান করেছেন কার্তিক। আইপিএলের ইতিহাসে উইকেটরক্ষক অধিনায়ক হিসেবে এক আসরে এত বেশি রান করার রেকর্ড নেই অন্য কোন ক্রিকেটারের। ২০০৯ সালের আসরে ডেকান চার্জার্সের উইকেটরক্ষক অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট করেছিলেন ৪৯৫ রান।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST