সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে মাটি চাপা পড়ে আবদুল আলীম নামের এক মৎস্যজীবি মৃত্যু হয়েছে। ওই মৎস্যজীবি থানার বারবালাচরের পুন্ডিত আলীর ছেলে। সোমবার রাতে যমুনার স্থলচর এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার রাতে হঠাৎ করে প্রবল ঝড় শুরু হলে নদীতে মাছ ধরার সময় আব্দুল আলিম ও তার ভাই রবি চাঁন নদীর পাড়ে আশ্রয় নিলে মাটির নিচে চাপা পড়ে। এসময় আব্দুল আলিম ঘটনাস্থলেই নিহত হয়। আর রবি চাঁনকে আহত অবস্থায় ঝড়ের পরে স্থানীয়রা উদ্ধার করে।
খবর২৪ঘণ্টা.কম/নজ