1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
এখনও জারি রয়েছে মাস্ক, কবে উঠবে এই নিয়ম? - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন

এখনও জারি রয়েছে মাস্ক, কবে উঠবে এই নিয়ম?

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২৪ মারচ, ২০২২

গতকালই কেন্দ্রের তরফে ঘোষণা করা হয় যে দেশে বিপর্যয় মোকালিবা আইন আর লাগু থাকবে না ৩১ মার্চ থেকে। তবে এখনও জারি রয়েছে মাস্ক পরার নিয়ম। কবে উঠবে এই নিয়ম? করোনা সংক্রমণ শুরু হওয়ার পর বিগত দুই বছর ধরে এই আইন লাগু থাকার ফলে একাধিক নিষেধাজ্ঞা জারি ছিল দেশে। তবে সেসব নিষেধাজ্ঞা এবার উঠে যাচ্ছে। স্বাভাবিকের দিকে আরও এক ধাপ এগিয়েছে ভারত। তবে এখনও মাস্ক পরা বাধ্যতামূলক থাকবে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, মাস্ক ব্যবহারের বিষয়ে কোনও শিথিলতা এখনও দেখানো হচ্ছে না। তবে কবে মাস্ক থেকে ছুটি পাবে ভারতবাসী? এই বিষয়ে মুখ খুললেন এক সরকারি আধিকারিক।
নাম প্রকাশে অনিচ্ছু এক সরকারি আধিকারিক এই বিষয়ে হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ‘কোভিডের উপযুক্ত আচরণ, বিশেষ করে মাস্ক পরা চালিয়ে যেতে হবে। যতক্ষণ না বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সংক্রান্ত কোনও ঘোষণা না করছে বা বলছে যে মহামারী শেষ হয়ে গিয়েছে, ততক্ষণ পর্যন্ত মাস্ত বাধ্যতামূলক থাকবে।’ পিটিআই ছবি সৌজন্য কুণাল পাতিল।

কেন্দ্র এর আগে গতকাল জানায়, পরিস্থিতির সামগ্রিক উন্নতি এবং মহামারী মোকাবিলায় সরকারের প্রস্তুতির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় করোনাভাইরাস রুখতে বিপর্যয় মোকাবিলা আইন আর বলবত রাখবে না। আর কগত সাত সপ্তাহ ধরে করোনা সংক্রমিতের দৈনিক সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলকে চিঠি লিখে বিপর্যয় মোকাবিলা আইনের বিধান প্রত্যাহারের কথা জানান। ৩১ মার্চ থেকে এই আইন আর লাগু থাকবে না দেশে।

বিএ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST