অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আইসিসির টি২০ এই বৈশ্বিক আসরটি শুরু হবে আগামীকাল রোববার (১৬ অক্টোবর)। যেখানে প্রথম পর্বে মুখোমুখি হবে গ্রুপ পর্বে লড়াই করা ৮ দল।
যা শেষ হবে আগামী ২১ অক্টোবর। এরপর শুরু হবে বিশ্বকাপের ‘সুপার টুয়েলভ’-এর মূল পর্ব। আগামী ২২ অক্টোবর থেকে যা শুরু হয়ে চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।
এবারের আসরে দুই পর্ব মিলিয়ে মোট ৪৫টি ম্যাচ খেলা অনুষ্ঠিত হবে। যেখানে অংশ নেবে ১৬টি দেশ। সুপার-১২-এ সরাসরি জায়গা পেয়েছে আটটি দল। আর বাকি চার দল সুপার-১২ তে সুযোগ পাবে প্রথম রাউন্ডে দুই গ্রুপের সেরা দুই দল হয়ে।
এবারের বিশ্বকাপে একদিনে সর্বোচ্চ তিনটি করে ম্যাচ দেখার সুযোগ থাকবে দর্শকদের সামনে। যদিও সেই সংখ্যা খুব বেশি নয়। বেশিরভাগ দিনে দুটি করে ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা।
এবারের আসরে অস্ট্রেলিয়ার মোট সাতটি ভেন্যুতে ম্যাচগুলো মাঠে গড়াবে। এরমধ্যে সেমিফাইনালের ম্যাচগুলো হবে যথাক্রমে সিডনি ক্রিকেট গ্রাউন্ড এবং অ্যাডিলেইড ওভালে। ১৩ নভেম্বরের ফাইনাল হবে এক লাখ দর্শক ধারণ ক্ষমতার মেলবোর্নে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি তুলে ধরা হলো:
প্রথম রাউন্ড-
গ্রুপ ‘এ’- সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, নামিবিয়া, শ্রীলঙ্কা
গ্রুপ ‘বি’- ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, জিম্বাবুয়ে।
তারিখ-প্রতিপক্ষ-সময়:
১৬ অক্টোবর-শ্রীলঙ্কা-নামিবিয়া সকাল ১০টা..
১৬ অক্টোবর-সংযুক্ত আরব আমিরাত-নেদারল্যান্ডস দুপুর ২টা..
১৭ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড সকাল ১০ টা
১৭ অক্টোবর-জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড দুপুর ২টা
১৮ অক্টোবর-নামিবিয়া-নেদারল্যান্ডস সকাল ১০ টা
১৮ অক্টোবর-শ্রীলঙ্কা-সংযুক্ত আরব আমিরাত দুপুর ২টা
১৯ অক্টোবর-স্কটল্যান্ড-আয়ারল্যান্ড সকাল ১০ টা
১৯ অক্টোবর-ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে দুপুর ২টা
২০ অক্টোবর-শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস সকাল ১০ টা
২০ অক্টোবর-সংযুক্ত আরব আমিরাত-নামিবিয়া দুপুর ২টা
২১ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ডcসকাল ১০ টা
২১ অক্টোবর স্কটল্যান্ড-জিম্বাবুয়ে দুপুর ২টা
সুপার-১২
গ্রুপ ১- ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, গ্রুপ ‘এ’ বিজয়ী এবং গ্রুপ ‘বি’ রানার্সআপ।
গ্রুপ ২- ভারত, পাকিস্তান, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, গ্রুপ ‘এ’ রানার্সআপ এবং গ্রুপ ‘বি’ বিজয়ী।
তারিখ:প্রতিপক্ষ:সময়
২২ অক্টোবর নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া দুপুর ১টা
২২ অক্টোবর ইংল্যান্ড-আফগানিস্তান বিকাল ৫টা
২৩ অক্টোবর গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘বি’ রানার্সআপ
সকাল ১০ টা
২৩ অক্টোবর ভারত-পাকিস্তান দুপুর ২টা
২৪ অক্টোবর বাংলাদেশ-গ্রুপ ‘এ’ রানার্সআপ সকাল ১০ টা
২৪ অক্টোবর দক্ষিন আফ্রিকা-গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন দুপুর ২টা
২৫ অক্টোবর অস্ট্রেলিয়া-গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন বিকাল ৫টা
২৬ অক্টোবর ইংল্যান্ড-গ্রুপ ‘বি’ রানার্সআপ সকাল ১০টা
২৬ অক্টোবর নিউজিল্যান্ড-আফগানিস্তান
দুপুর ২টা ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ সকাল ৯টা
২৭ অক্টোবর ভারত-গ্রুপ ‘এ’ রানার্সআপ দুপুর ১ টা
২৭ অক্টোবর পাকিস্তান-গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন বিকাল ৫টা
২৮ অক্টোবর আফগানিস্তান-গ্রুপ ‘বি’ রানার্সআপ সকাল ১০টা
২৮ অক্টোবর ইংল্যান্ড-অস্ট্রেলিয়া দুপুর ২টা
২৯ অক্টোবর নিউজিল্যান্ড-গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন দুপুর ২টা
৩০ অক্টোবর বাংলাদেশ-গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন সকাল ৯টা
৩০ অক্টোবর পাকিস্তান-গ্রুপ ‘এ’ রানার্সআপ দুপুর ১টা
৩০ অক্টোবর ভারত-দক্ষিণ আফ্রিকা বিকাল ৫টা
৩১ অক্টোবর অস্ট্রেলিয়া-গ্রুপ ‘বি’ রানার্সআপ দুপুর ২টা
০১ নভেম্বর আফগানিস্তান-গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন সকাল ১০টা
০১ নভেম্বর ইংল্যান্ড-নিউজিল্যান্ড দুপুর ২টা
০২ নভেম্বর গ্রুপ ‘এ’ রানার্সআপ-গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন সকাল ১০টা
০২ নভেম্বর ভারত-বাংলাদেশ দুপুর ২টা
০৩ নভেম্বর পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা দুপুর ২টা
০৪ নভেম্বর নিউজিল্যান্ড-গ্রুপ ‘বি’ রানার্সআপ সকাল ১০টা
০৪ নভেম্বর অস্ট্রেলিয়া-আফগানিস্তান দুপুর ২টা
০৫ নভেম্বর ইংল্যান্ড-গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন দুপুর ২টা
০৬ নভেম্বর দক্ষিণ আফ্রিকা-গ্রুপ ‘এ’ রানার্সআপ সকাল ৬টা
০৬ নভেম্বর পাকিস্তান-বাংলাদেশ সকাল ১০টা
০৬ নভেম্বর ভারত-গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন দুপুর ২টা
সেমিফাইনাল:
০৯ নভেম্বর সেমিফাইনাল ১ দুপুর ২টা
১০ নভেম্বর সেমিফাইনাল ২ দুপুর ২টা
ফাইনাল ১৩ নভেম্বর, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। বাংলাদেশ সময় দুপুর ২টায়….
বিএ/