নিজস্ব প্রতিবেদক :
একতরফা নির্বাচন কোনভাবেই হতে দেওয়া হবে না। জনগনকে সাথে নিয়ে সব ফাঁদ ছিন্ন ভিন্ন করা হবে। নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচন পিছিয়ে দিন। এমন ফাঁদ পেতেছেন যেন আমরা নির্বাচন করতে না পারি। কিন্তু আমরা জনগণকে সঙ্গে নিয়ে সব ফাঁদ ছিন্নভিন্ন করে ফেলবো। শুক্রবার বিকেলে রাজশাহীর ময়দানে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত মহাসমাবেশে এসব কথা বলেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঐক্যফ্রন্টের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে তিনি আরো বলেন, নির্বাচন ২০১৯ সালের ২৩ জানুয়ারি হলে অসুবিধা হতো না। আমরা নির্বাচনে যেতে চাই, কিন্তু শেখ হাসিনা সরকার যা শুরু করেছে তাতে নির্বাচন করা সম্ভব না। বিমানবন্দর থেকে এখানে আসতে আমার গাড়ি দু’বার আটকে দিয়েছে, আমি অপিরিচিত কেউ না। আমার গাড়ি কেন আটকাবে। দুই বার তারা আমার গাড়ী আটকেছে রাস্তায়। ওরা মনে করেছে রাস্তা বন্ধ করে, গাড়ি আটকে, গ্রেফতার করে নির্বাচনী বৈতরণী পার হবে, সে আশায় গুড়ে বালি।’ তিনি বলেন, সামরিক বাহিনীকে এতো ভয় পান কেন। এতো কিছু হয়েছে তারাতো ক্ষমতা নেয়নি। আমরা সামরিক বাহিনী চাই না, কিন্তু শেখ হাসিনাকেও চাই না। ‘ক্ষমতায় থেকে শেখ হাসিনারা যদি মনে করেন এক মাঘে শীত যায়, তাহলে ভুল করবেন। এক মাঘ যদি খালেদা জিয়া জেলে থাকেন তাহলে শেখ হাসিনাকে দশ মাঘ থাকতে হবে।আপনারা বলছেন নির্বাচনে আসুন, কিন্তু বিএনপির মতো একটি বড় দলের নেত্রীকে জেলে রেখে কীভাবে নির্বাচনে যাবে বিএনপি? কেন নির্বাচনে যাবে বিএনপি? তিনি প্রশ্ন রেখে বলেন।
খবর ২৪ ঘণ্টা/এমআর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।