নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর শ্যামপুর পানি শোধনাগার সংলগ্ন পদ্মা নদীর মাঝে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে নিখোঁজ হওয়া ব্যক্তির সন্ধান মেলেনি। রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়ে সন্ধান না পাওয়ায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, গতকাল শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এরপর শনিবার সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ডুবুরিরা তাকে খুঁজে না পেয়ে অভিযান অভিযান সমাপ্ত করে।
উল্লেখ্য, গতকাল শুক্রবার বিকেলে ঝড়ের কবলে পড়ে নগরীর মতিহার থানাধীন শ্যামপুর পানি শোধনাগার সংলগ্ন পদ্মা নদীর মাছে ৮ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। ৭ জন নিরাপদে উঠতে পারলেও একজন ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। না পেয়ে অভিযান সমাপ্ত করে আবার শনিবার দ্বিতীয় দফায় অভিযান শুরু করে।
আর/এস