পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ছয় বছরের শিশু সোহাগ হোসেনকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ জুন) সকাল আটটার দিকে তার মরদেহ উদ্ধার কওে পুলিশ।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, সোমবার (২৪ জুন) বিকেলে শিশুটি বাড়ী থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর এলাকায় মাইকিং করে স্বজনেরা। মঙ্গলবার সকালে বাড়ির পাশে মাঠের পাশে করলা ক্ষেতে একটি শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরো জানান, শিশুটির গলা ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ববিরোধের জেরে শিশুটিকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা পুলিশ জানিয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন