1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ঈশ্বরদীতে পুলিশ পরিচয়ে স্কুলশিক্ষকের বাড়িতে ডাকাতি - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জানয়ারী ২০২৫, ০:৫০ অপরাহ্ন

ঈশ্বরদীতে পুলিশ পরিচয়ে স্কুলশিক্ষকের বাড়িতে ডাকাতি

  • প্রকাশের সময় : সোমবার, ১১ জুন, ২০১৮

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে পুলিশ পরিচয়ে ইয়াবা তল্লাশির নাম করে এক স্কুলশিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার গভীর রাতে উপজেলার সাঁড়া ইউনিয়নের ঈশ্বরদী-লালপুর মহাসড়কের গোপালপুর ভাদুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ সাঁড়া ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমজাদ হোসেন এর ছেলে সরোয়ার রহমান শাকিল জানান, সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে প্রথমে বাড়ির সামনে এসে ৬/৭ জনের একটি দল তার ফুফাতো ভাই স্বপন আলী (২৮) কে মারধর করতে থাকে।

এ সময় তার চিৎকারে আমরা বাড়ির প্রধান গেটক খুলে এগিয়ে গেলে, পুলিশের মাদক বিরোধী অভিযান দলের কাছে তথ্য রয়েছে তাদের বাড়িতে ইয়াবা আছে-এই বলে বাড়ির ভেতর প্রবেশ করে। অতঃপর আমার বাবা স্কুলশিক্ষক আমজাদ হোসেন (৫৫), মা সাহিদা বেগম স্বপ্না (৪৫), ভাই রাজিব রানা (২০) এর হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ৩ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৭০ হাজার টাকা, কয়েকটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। পরে তাদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে মোটরসাইকেলে করে তারা পালিয়ে যায়।

সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার জানান, সাঁড়া ইউনিয়নে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা খুবই দুঃখজনক। ঘটনাটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রাতেই খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশে খবর দেওয়া হলে অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় সংঘবদ্ধ একটি দল জড়িত রয়েছে। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST