পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ জানান, শনিবার দুপুরে নতুন রুপপুর বাঁশ বাগানে সন্দেহভাজন একজন ঘোরাঘুরি করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে চমনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী ফায়ারিং ও টিগার যুক্ত পিস্তল ও এক রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, আটককৃত চমনের বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতিসহ ৬/৭ টি মামলা রয়েছে। অস্ত্র আইনে মামলা নথিভুক্ত করে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।