সবার আগে.সর্বশেষ  
ঢাকারবিবার , ৭ জানুয়ারি ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

R khan
জানুয়ারি ৭, ২০১৮ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

পাবনা ব্যুরো: পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে ঈশ্বরদী-চাঁপাইনবাবগঞ্জগামী একটি কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে দক্ষিণাঞ্চলের সাথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রবিবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।
ঈশ্বরদী বাইপাস স্টেশন মাস্টার গাজী গোলাম ফেরদৌস জানান, ঈশ্বরদী স্টেশন থেকে সকাল সাতটার দিকে চাঁপাইনবাবগঞ্জগামী কমিউটার ট্রেনটি ছেড়ে যায়। ঘন কুয়াশার কারণে চালক সিগন্যাল দেখতে না পাওয়ায় বাইপাস স্টেশনের আপ লাইনে পয়েন্ট অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। ফলে কমিউটার এক্সপ্রেস ট্রেনটিও আটকে পড়ে।
এদিকে, ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্রেন লাইনচ্যুতির পর রাজশাহী হতে ছেড়ে আসা খুলনা ও গোয়ালন্দঘাটগামী আন্ত:নগর মধুমতি এক্সপ্রেস ও সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। ট্রেন চলাচল বন্ধ রয়েছে রাজশাহী-খুলনা রুটে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল সাড়ে ১১ টা) লাইনচ্যুত ইঞ্জিনটি উঠানোর জন্য কাজ চলছে বলে জানান ঈশ্বরদী বাইপাস স্টেশন মাস্টার।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।