সবার আগে.সর্বশেষ  
ঢাকাবৃহস্পতিবার , ৪ অক্টোবর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে উন্নয়ন মেলায় সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ আহত ৬

অনলাইন ভার্সন
অক্টোবর ৪, ২০১৮ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে উন্নয়ন মেলা চলাকালে বেলুনের দোকানে সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, দেশব্যাপী জাতীয় উন্নয়নমেলার অংশ হিসেবে ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন মেলা চলছিল। মেলায় একটি দোকানে গ্যাস দিয়ে বেলুন ফোলাচ্ছিলেন এক বিক্রেতা। বেলুন ফোলানোর সময় হঠাৎ করেই সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ওই বিক্রেতাসহ মেলায় আগত অন্তত ৬ জন আহত হয়। এ সময় চারিদিকে আতংক ছড়িয়ে পড়ে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এ আসমা খান জানান, আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। পরে অবস্থা গুরুতর হওয়ায় ৫ জনকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।
আহতরা হলো-বেলুন বিক্রেতা বাপ্পী হোসেন (৩২), ফরহাদ (১০), রাব্বী (১০), মেহেদী (১২), আলিম (১২) ও তুষার (১৩)।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।