1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
শেষ মুহূর্তের কেনাকাটায় রাজশাহীর মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন

শেষ মুহূর্তের কেনাকাটায় রাজশাহীর মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১৪ জুন, ২০১৮

ওমর ফারুক :
মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজশাহী মহানগরীতে জমে উঠেছে শেষ মুহূর্তের কেনাকাটা। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন নগরবাসী। সাধ ও সাধ্যের মধ্যে ঈদের কেনাকাটা সেরে নিচ্ছেন নগরবাসী। উদ্দেশ্য পবিত্র ঈদুল ফিতরের দিনে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া । রাজশাহী মহানগরীর পোশাক, জুতা, স্যান্ডেল, কসমমেটিকস্, কনফেকশনারী ও মুদি দোকানগুলোতে ব্যাপক ভিড় দেখা গেছে। একেবারে শেষ মুহূর্তে এসে পোশাক ও জুতা-স্যান্ডেলের পাশাপাশি মুদি ও কনফেকশনারীর দোকানে চোখে পড়ার মত ভিড়।প্রত্যেকটা দোকানেই গ্রাহকের উপচে পড়া ভিড়। ক্রেতারা সেমাই চিনিসহ অন্যান্য জিনিস ক্রয় করছেন। ঈদের দিন ঘনিয়ে আসায় ব্যবসায়ীদের যেন দম ফেলার সময় নেই। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ব্যবসায়ীরা কেনাবেচা করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, পহেলা রমজানের শুরুর দিকে নগরবাসী ছিট কাপড় কেনাকাটা করেছেন। ১৫ রোজার পর থেকে পোশাকসহ জুতা-স্যান্ডেলের দোকানে ক্রেতাদের ব্যাপাক ভিড় দেখা গেছে।
বিশেষ করে নগরীর সাহেব বাজার, জিরোপয়েন্ট, আরডি মার্কেট, নিউমার্কেট, হড়গ্রাম নিউমার্কেট, সোনাদিঘীর মোড়, গনকপাড়ার মার্কেটগুলোসহ অত্যাধুনিক থিম ওমর প্লাজায় ক্রেতাদের ভিড় ছিল অনেক বেশি।
সরজমিনে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টসহ অন্যান্য এলাকার মার্কেটগুলো ঘুরে এমনই দৃশ্য দেখা গেছে। শুধু পোশাকের দোকানেই নয় সব দোকানেই ক্রেতাদের প্রয়োজনীয় কেনাকাটা করতে দেখা যায়। সাহেব বাজারের বিভিন্ন দোকানে ক্রেতাদের চিনি, সেমাই, মিষ্টিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী কিনতে দেখা গেছে। ঈদে নতুন পাঞ্জাবির সাথে নতুন টুপির দোকানে ক্রেতাদের ভিড় দেখা গেছে। ঈদুল ফিতরের নামায আদায়ের জন্য নতুন পাঞ্জাবি ও টুপি কিনছেন ক্রেতারা।
সাহেব বাজারের টুপি আতরের দোকানে সকাল থেকেই ভিড় জমান মুসল্লিরা। পছন্দের টুপি ও আতর কেনেন ক্রেতারা। টুপি ও আতর কিনতে আসা রহিম নামের একব্যক্তি বলেন, ঈদের দিনে নতুন পাঞ্জাবির সাথে নতুন টুপি ও আতর খুব জরুরী। পরিবারের ছোট বাচ্চাদের নতুন পাঞ্জাবির সাথে নতুন টুপি পরিয়ে নামাযে নিয়ে যেতে ভাল লাগে। তাই নতুন টুপি ও পাঞ্জাবি কিনতে আসা।
এদিক সাহেব বাজারে পোশাক কিনতে আসা আইনুল নামের একব্যক্তির সাথে কথা হলে তিনি বলেন, ছুটি না পাওয়ায় আগে বাজার করতে পারিনি। কিন্ত ঈদের সময় ঘনিয়ে আসায় পরিবারের সদস্যদের নিয়ে শপিং করতে এসেছি। শপিংয়ের পাশাপাশি প্রয়োজনীয় কেনাকাটা সেরে নিবো।
মহানগরীর প্রত্যেকটা এলাকার মার্কেটেই ঈদ উপলক্ষে মানুষকে কেনাকাটা করতে দেখা গেছে। শেষ সময়ে প্রয়োজনীয় কেনাকাটা সেরে নিচ্ছেন ক্রেতারা।
আসিকুল নামের এক কাপড় ব্যবসায়ীর সাথে কথা হলে তিনি বলেন, এবার বেচাকেনা অনেক ভাল হয়েছে। চাঁদ রাত পযন্ত বেচাকেনা চলবে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বেচাকেনা হচ্ছে।
পাঞ্জাবি ও টুপি ব্যবসায়ীর সাথে কথা হলে তারা বলেন, অন্য বছরের তুলনায় এবার ভাল বেচাকেনা হয়েছে। পাঞ্জাবি এখানো বিক্রি চলছে। চাঁদ রাত পর্যন্ত কেনাবেচা হবে। তবে টুপি ও আতর এখন বেশি বিক্রি হচ্ছে।

হানিফ নামের সাহেব বাজার এলাকার এক মুদি ব্যবসায়ী বলেন, রমজানের শুরুতে সেমাই চিনিসহ অন্যান্য জিনিস তেমন বিক্রি হয়নি। কিন্ত গত কয়েকদিন ধরে ভাল বেচাকেনা হচ্ছে। লাভ বেচাবিক্রি হওয়ায় লাভও ভাল হওয়ার আশা করছি।

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST