খবর২৪ঘণ্টা ডেস্ক: চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববিকে আটক করেছে বিজিবি। শুক্রবার দামুড়হুদা উপজেলার মুন্সীপুর বিজিবির ক্যাম্পের সামনে থেকে ২০ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটককৃত রফিকুল ইসলাম ববি উপজেলার দর্শনা পৌর শহরের কেরুজ ফুলতলা মহল্লার আব্দুল খালেকের ছেলে।
দামুড়হুদা থানা সূত্রে জানা যায়, বিজিবি গোপন সংবাদে জানতে পারে মুন্সীপুর সীমান্ত থেকে রফিকুল ইসলাম ববি ইয়াবা নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলো। মুন্সীপুর বিজিবির ক্যাম্পের নায়েক জুলহাস সঙ্গীয় ফোর্সসহ তার মোটরসাইকেল গতিরোধ করে তার দেহ তল্লাশি করে। এসময় ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয় তার কাছে থেকে।
দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে দামুড়হুদা থানায় রাতে একটি মামলা হয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন