1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ইসি ডজন খানেক বিষয় নিয়ে আন্ত:মন্ত্রণালয়ের সঙ্গে বসছে - খবর ২৪ ঘণ্টা
বধবার, ১৫ জানয়ারী ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন

ইসি ডজন খানেক বিষয় নিয়ে আন্ত:মন্ত্রণালয়ের সঙ্গে বসছে

  • প্রকাশের সময় : বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮

খবর২৪ঘন্টা ডেস্কঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রচার সামগ্রী যেমন পোষ্টার, ব্যানার, বিলবোর্ড, দেয়াল লিখন অপসারণের নির্দেশনা দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। দেওয়াল লিখন ও পোষ্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ বা প্রচলিত আইন ও বিধান অনুসারে এ বিষয়ে পদক্ষেপ নিতে স্থানীয় সরকার বিভাগকে দায়িত্ব দেয়া হচ্ছে বলে সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে।

মোট এক ডজন বিষয়ে নিয়ে বুধবার বেলা ১১টায় ইসি সচিবালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্ত:মন্ত্রণালয় সভা। ইসি সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আইনশৃঙ্খলা রক্ষায় পরিকল্পনা গ্রহণ, ঋণ খেলাপিদের তথ্য সংগ্রহ, আবহাওয়া পরিস্থিতি অবগত করা, নির্বাচনি আচরণ বিধি প্রতিপালনে ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়ে কর্মপরিকল্পনা হওয়ার কথা রয়েছে। বৈঠকে বিভিন্ন মন্ত্রনালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে সভার কার্যপত্রে নির্বাচনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বলা হয়েছে, আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে করতে কয়েকটি পদক্ষেপ নেয়া দরকার। সেগুলো হচ্ছে- নির্বাচনী এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান, নির্বাচনপূর্ব অনিয়ম রোধ ও নির্বাচনি এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন সংক্রান্ত কর্মপরিকল্পনা গ্রহণ।

অন্যান্য বিষয়ে কার্যপত্রে বলা হয়েছে, ভোটের সময়ে সম্ভাব্য ৩৪টি দুর্গম কেন্দ্রে মালামাল পরিবহনে হেলিকপ্টার ব্যবহারের প্রয়োজন হবে। এ সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করতে হবে। বিদেশি পর্যবেক্ষকদের আসার সুবিধার্থে ভিসা সহজ করা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়া রিটার্নিং কর্মকর্তা ও মাঠপর্যায়ের অফিসগুলোতে নিরাপত্তা বাড়াতে হবে বলেও কার্যপত্রে উল্লেখ করা হয়েছে।

খবর২৪ঘন্টা / সিহাব

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST