নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সোমবার দুপুর পৌণে ১২টার দিকে নগরীর একটি সভাকক্ষে এ ইশতেহার ঘোষণা করেন মেয়র প্রার্থী শফিকুল ইসলাম।
নির্বাচনী ইশতেহারের মধ্যে রয়েছে, দুর্নীতি দমন নয়, দুর্নীতির মূলোৎপাটন কর্মসূচী গ্রহণ, ভেজালমুক্ত খাদ্য ও ইনসাফপূর্ণ বাজার নিয়ন্ত্রণ, নগর উন্নয়নে বিশেষজ্ঞ কমিটি গঠন, শ্রমের মর্যদা, শ্রমিকের ন্যায্য অধিকার ও স্বাবলম্বীকরণ, বিনা খরচে রিক্সা ভ্যান, ঠেলাগাড়ীর নিবন্ধন করণ, ৫০% হোল্ডিং ট্যাক্স মওকুফকরণ, সিএনজি লাইসেন্স ফি ৫০% মওকুফকরণ, ব্যবসায়ীক কর্মকাণ্ড
ও গতিশীল ও নিরাপদ রাখার ব্যবস্থা, হকারদের স্থায়ী বরাদ্দ ও পরিপত্র প্রদান, নতুন ৫০০ স্যানিট্যারি টয়লেট নির্মান, গরীব-দুঃখী অসহায় ব্যক্তিদের জন্য বিশেষ ব্যাংক, ক্ষুদে টোকাইদের পুনর্বাসন কেন্দ্র নির্মাণ, সিটি কর্পোরেশনে টেন্ডার হবে, কিন্ত টেন্ডারবাজি হবে না, নারী জাতির মর্যাদা সমুন্নত রাখার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ত প্রদান, ক্লিন রাজশাহী, গ্রীন রাজশাহী, ওয়ান স্টপ সেবা প্রদান, ইউটিলিটি সার্ভিস, তথা নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করণ, পুনর্বাসনের মাধ্যমে ভিক্তুকমুক্ত সিটি কর্পোরেশন, জননিরাপত্তা নিশ্চিতকরণ, পরিকল্পিত নগরী গঠন ও গুনীজন ও নাগরিক সম্মাননা।
নির্বাচনী ইশতেহারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ অলী আকন ও গাজীপুরের সাবেক মেয়র প্রার্থী অধ্যক্ষ নাসির উদ্দিন।
নাসির উদ্দিন বলেন, গাজীপুর সিটি নির্বাচনের মত খারাপ নির্বাচন আর দেখিনি। কিন্তু আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। তা থেকেই বোঝা যায় রাসিক নির্বাচনেও সুষ্ঠু ভোট ডাকাতি হবে।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।