1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ইরানের সঙ্গে সামরিক সংঘাতের অবস্থায় নেই আমেরিকাঃ হোসেইন সালামি - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৪ মে ২০২৫, ০৮:০০ অপরাহ্ন

ইরানের সঙ্গে সামরিক সংঘাতের অবস্থায় নেই আমেরিকাঃ হোসেইন সালামি

  • প্রকাশের সময় : রবিবার, ৪ নভেম্বর, ২০১৮
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি

খবর২৪ঘন্টা আর্ন্তজাতিক ডেস্কঃ

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইরানের সঙ্গে সামরিক সংঘাতের অবস্থায় নেই আমেরিকা। তিনি বলেন, আমেরিকা সামরিক দিক থেকে দুর্বল হয়ে পড়েছে। তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার অবস্থায় নেই।

ইরানের ‘টিভি চ্যানেল ওয়ান’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। সালামি বলেন, মার্কিন যুদ্ধনীতির প্রতি আগে যে রাজনৈতিক সমর্থন ছিল এখন আর তা নেই। বিশ্বের কোনো দেশই এখন আর মার্কিন আগ্রাসনকে সমর্থন করে না।

আইআরজিসি’র উপ-প্রধান বলেন, আমেরিকা পশ্চিম এশিয়ায় সাত ট্রিলিয়ন ডলার খরচ করেও কোনো ফলাফল পায় নি। এখন দেশটির অর্থনীতি নতুন কোনো যুদ্ধের জন্য প্রস্তুত নয়। ইরানের প্রতিরক্ষা শক্তি সম্পর্কে তিনি বলেন, ‘প্রয়োজন পড়লে আমরা শত্রুর মৌলিক স্বার্থে আঘাত আনতে পারব।’ বিশ্বের আটটি তেল ক্রেতা দেশকে ইরানবিরোধী নিষেধাজ্ঞার বাইরে রাখার মার্কিন সিদ্ধান্তকে তেহরানের জন্য বিজয় হিসেবে উল্লেখ করেন তিনি।

ব্রিগেডিয়ার সালামি বলেন, মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই হলো সর্বোত্তম পথ। মার্কিন নিষেধাজ্ঞার সময় ইরানের উন্নয়ন ও অগ্রগতির মাত্রা বেড়ে যায় বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞার সময় আমরা পেট্রোল উৎপাদনে স্বনির্ভরতা অর্জন করেছি। ন্যানো প্রযুক্তিসহ বৈজ্ঞানিক ক্ষেত্রে মৌলিক অর্জনগুলোও এসেছে নিষেধাজ্ঞার ভেতরেই।

খবর২৪ঘন্টা / সিহাব

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST